JSC Model Test-2019 কার্যক্রমে ভর্তি চলছে…

আস্সালামু আলাইকুম। পূর্ববর্তী সাফল্যের ধারাবাহিতকতায় Vertex-এ শুরু হতে যাচ্ছে JSC Revision & Model Test প্রোগ্রাম । Revision ও Model Test এর উদ্দেশ্য হচ্ছে বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন ও পরীক্ষাভীতি দূরীকরণ। এসব উদ্দেশ্য চিন্তা করে JSC রিভিশন ও মডেল টেস্ট কে চারটি পর্বে ভাগ করা হয়েছে । রিভিশন, প্রস্তুতি পর্ব (সৃজনশীল ও বহুনির্বাচনী) এবং চূড়ান্ত পর্ব। রিভিশন পর্বে রয়েছে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার করা ও সৃজনশীল সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়ার জন্য ১২০টিরও বেশি ক্লাস। প্রস্তুতি পর্বে রয়েছে- একটি বিষয়ের ১/২ টি অধ্যায় রিভিশন দিয়ে পরেদিন ঐ অধ্যায়ের ওপর পরীক্ষা। এভাবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপরেই MCQ ও সৃজনশীল পরীক্ষা গ্রহণ করা হবে। চতুর্থ পর্ব তথা চূড়ান্ত পর্বে রয়েছে বোর্ড অনুরূপ ফাইনাল মডেল টেস্ট ও সল্ভ ক্লাস গ্রহণ। বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাই, যেসব শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষার পরবর্তী ০৩ মাস গুরুত্বের সাথে ঠবৎঃবী এর রিভিশন ক্লাস ও পরীক্ষাসমূহে নিয়মিত অংশগ্রহণ করে তাদের ।GPA-5 গোল্ডেন প্রাপ্তির হার অনেক বেশি। স্বপ্নজয়ের মাধ্যমে সবার জীবন স্বার্থক হোক, সুন্দর হোক আগামীর পথচলা। তোমাদের সবার স্বপ্নপূরণের সারথী হয়ে Vertexপাশে থাকবে সবসময়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *