Message of Chairman

Vertex ছায়াশিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য রইল শুভকামনা। আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে একটি দেশের উন্নত মান নির্দেশিত হয়। ভার্টেক্স শ্যাডো এডুকেশন একটি ঐতিহ্যবাহী ছায়াশিক্ষা প্রতিষ্ঠান। ২০১৫ সাল থেকে প্রতিষ্ঠানটি আদর্শনিষ্ঠ বিদ্যার্থী তৈরি করে তার ঐতিহ্যকে গৌরবান্বিত করে রেখেছে। নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সহায়ক শিক্ষা কার্যক্রমের  দায়িত্ব একনিষ্ঠভাবে পালন করে আসছে এ প্রতিষ্ঠান। বিগত বছরগুলোতে জে.এস.সি, এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় এ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করে কৃতিত্বের পরিচয় দিয়েছে। এইচ.এস.সি পরীক্ষা শেষে শিক্ষার্থীরা এ প্রতিষ্ঠান থেকেই মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারে।

আমাদের স্বপ্ন Vertex ছায়াশিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা। যার মধ্য থেকে বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বপূর্ণ, সুশৃঙ্খল, দেশপ্রেমিক এবং কর্মজীবনের উপযোগী জ্ঞানসমৃদ্ধ ছাত্রছাত্রীবৃন্দ। সেজন্য প্রয়োজন শিক্ষাজীবনে ছাত্রছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টা ও নিরলস সাধনা। এক্ষেত্রে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের ও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমাদের প্রতিষ্ঠানটির রয়েছে সুনির্দিষ্ট কার্যক্রম এবং তা সুচারুরুপে সম্পন্ন করার জন্য যৌক্তিক নিয়মকানুন। আমি বিশ্বাস করি Vertex ছায়া শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের মধ্যে রয়েছে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার সুস্থ মানসিকতা। শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানের প্রতিটি বিদ্যার্থীকে সাফল্যের শীর্ষে পৌছানো সম্ভব। বিদ্যার্থীদের সার্বিক সাফল্য কামনা করছি। বিদ্যার্থীদের স্বপ্নজয়ের প্রত্যেকটি পদক্ষেপেই Vertex পাশে থাকবে ইনশাআল্লাহ।

Message of Manager

ছোটবেলা থেকে সবারই স্বপ্ন থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পছন্দের বিষয়ে ক্যারিয়ার গড়ার। কার জন্য কোন সিদ্ধান্ত সঠিক হবে, কোন সিদ্ধান্ত নিলে স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে পৌছানো সহজ হবে? পাইলট, ইঞ্জিনিয়ার, ডাক্তার বা বিসিএস ক্যাডার হওয়া যাদের আসন্ন লালিত স্বপ্ন, তাদের সেই আবেগ অনুভূতিকে বাস্তবে রূপদান করতে আমাদের প্রচেষ্টা সর্বোচ্চ। আমাদের আয়োজন যথাযথ ও পরিপূর্ণ এবং আন্তরিকতাও প্রশ্নাতীত।

বিদ্যার্থীদের স্বপ্নপূরণে BUET, DMC ও DU এর একঝাঁক অভিজ্ঞ ও মেধাবী শিক্ষার্থীদের দিয়ে আমাদের সহায়ক শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। স্কুল-কলেজের সিলেবাস অনুসরণ করেই মূলবই ভিত্তিক পাঠদান ক্লাসটেস্ট, টিউটোরিয়াল, অ্যাসাইনমেন্ট, অধ্যায়ভিত্তিক Parallet Model Test, Paper Final, Subject Final করে বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য যোগ্য করা হয়। এছাড়াও উচ্চ শিক্ষালাভের বিভিন্ন পর্যায় ভর্তি পরীক্ষার আদলে পরিকল্পনমাফিক লেকচার ও প্রস্তুতি পরীক্ষা গ্রহণে শিক্ষার্থীদের BUET, DMC, DU সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আত্মবিশ্বাসী ও যোগ্য করে গড়ে তোলা হয়।