পূর্ববর্তী সাফল্যের ধারাবাহিকতায় ভার্টেক্স-এ শুরু হতে যাচ্ছে SSC Revision & Model Test-2020. রিভিশন ও মডেল টেস্ট-এর উদ্দেশ্য হচ্ছে বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন ও পরীক্ষাভীতি দূরীকরণ । এসব উদ্দেশ্য চিন্তা করে SSC রিভিশন ও মডেল টেস্ট প্রোগ্রামকে চারটি পর্বে ভাগ করা হয়েছে। রিভিশন পর্ব, প্রস্তুটি পর্ব, সল্যুশন পর্ব এবং চূড়ান্ত পর্ব। রিভিশন পর্বে রয়েছে বোর্ড পরীক্ষার প্রস্তুতিকে আরো দৃঢ় করতে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার করা ও সৃজনশীল সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়ার জন্য BUET, DMC, DU এর অভিজ্ঞ শিক্ষার্থীদের তত্ত্বাবধানে ১২০ টিরও বেশি ক্লাস। প্রস্তুতি পর্বে রয়েছে- একটি বিষয়ের ১/২ টি অধ্যায় রিভিশন দিয়ে পরেদিন ঐ অধ্যায়ের ওপর পরীক্ষা। এভাবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপরেই MCQ ও সৃজনশীল পরীক্ষা গ্রহণ করা হবে। চূড়ান্ত পর্বে রয়েছে বোর্ড অনুরূপ ফাইনাল মডেল টেস্ট ও সল্ভ ক্লাস গ্রহণ। বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাই, যেসব শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষা পরবর্তী ০৩ মাস গুরুত্বের সাথে Vertex এর রিভিশন ক্লাস ও পরীক্ষাসমূহে নিয়মিত অংশগ্রহণ করে তাদের GPA-5/ গোল্ডেন প্রাপ্তির হার অনেক বেশি। স্বপ্নজয়ের মাধ্যমে সবার জীবন স্বার্থক হোক, সুন্দর হোক আগামীর পথচলা। তোমাদের সবার স্বপ্নপূরণের সারথী হয়ে Vertex পাশে থাকবে সবসময়। আমন্ত্রণ রইলো ভার্টেক্স-এর আঙ্গিনায়…
4 Steps Full Preparation:
1. ৬০ দিনে সম্পূর্ণ সিলেবাস সমাপ্তকরণ এবং প্রতিটি অধ্যায় শেষে MCQ ও সৃজনশীল পরীক্ষা গ্রহণ।
2. অতি গুরুত্বপূর্ণ সৃজনশীল নোট/শিট প্রদান।
3. পদার্থ, গণিত, রসায়নে MCQ এর Shortcut Technique শিক্ষাদান।
4. ১১,৫০০+ MCQ প্রশ্ন সমাধান।
5. অধ্যায়ভিত্তিক সমস্যা চিহ্নিতকরণ ও Personal Care এর মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার করা।
6. টেস্ট পেপার Solve ও বোর্ড প্রশ্ন বিশ্লেষণমূলক ক্লাস।
7. রিভিশন চালাকালীন ৯১ সেট অধ্যায়ভিত্তিক Model Test ও রিভিশন শেষে স্ট্যান্ডার্ড পূর্ণাঙ্গ Model Test গ্রহণ।
সর্বমোট ১২০টি ক্লাস, অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট ৯১ সেট সলভশীট, ফাইনাল মডেল টেস্ট ২৪ সেট ও সলভ সীট।
★ ক্লাস শুরু: ০৯ নভেম্বর (শনিবার)
★ প্রোগ্রাম ফি: ২০০০/- [৩১ অক্টোবর পর্যন্ত ২০০০/- ছাড়!]
প্রথম পুরুষ্কার: ল্যাপটপ বা ৩০,০০০/- টাকা
দ্বিতীয় পুরুষ্কার: ট্যাব বা ২০,000/- টাকা
তৃতীয় পুরুষ্কার: স্মার্ট ফোন বা ১৫,০০০/- টাকা সহ মোট (২,০০,০০০/-) দুই লক্ষ টাকার মেধাবৃত্তি।
★ ভর্তির নিয়মাবলী:
- ভর্তি হওয়া যাবে দেশব্যাপী ভার্টেক্স-এর সকল শাখায়।
- ১ কপি রঙিন ছবি জমা দিয়ে নির্ধারিত ভর্তি ফরম পূরণ করতে হবে।
- প্রদেয় ফি এককালীন পরিশোধ করে ID Card সংগ্রহ করতে হবে।
- সপ্তাহে ৭ দিনই অফিস খোলা। অভিভাবকগণও ভর্তি করাতে পারবেন।
It’s very easy to find out any matter on net as compared to textbooks, as I found this article at this site.